শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরের একটি আদালত বুধবার ধর্ষণ ও হত্যার দায়ে জাকির হোসেন মল্লিককে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। সে যশোর অভয়নগরের ভূগিলহাট গ্রামের মৃত দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। বুধবার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এ রায় ঘোষনা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম.ইদ্রিস আলী জানান, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি অভয়নগর উপজেলার ভূগিলহাট বিলের একটি সরিষাক্ষেত থেকে ডলি খাতুন (৪০) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ওই মহিলা ৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় তার মা আবেদা বেগম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। ওই ঘঁনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে জাকির, একই উপজেলার মরীচা গ্রামের রবিউল শেখের ছেলে রাজু শেখ,পোতপাড়া গ্রামের আইয়ুব আলী মোল¬ার ছেলে জিয়া মোল্যা,মোকবুল হোসেনের ছেলে হাদীউজ্জামান,ভুগিলহাটের আব্দুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম ও নাজমুল ফকির।
এ মামলার তদন্ত ভার গস্খহণ করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের পরিদর্শক জিয়াউর রহমান আটক নাজমুল ফকির ছাড়া বাকি পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
Leave a Reply