মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষাকে ধর্ষণের পর হত্যাকারী অভিযুক্ত শামীম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার ভোর রাতে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে লাশ যশোর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়।
পুলিশ জানায় রাতে শহরের খোলাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় শামীম গুলিবিদ্ধ হয়। এ সংবাদের ভিত্তিতে এসআই খালেকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে শামীমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply