মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
জয ডেক্স: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম নায়ক বাপ্পী। সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আর এই অনুষ্ঠান ঘিরেই শুরু বিপত্তির।
জানা গেছে, বাপ্পী যখন মঞ্চে ওঠেন, তখন ইংরেজি গানের সঙ্গে পারফর্ম করছিলেম একজন নৃত্যশিল্পী। এরপর তিনি মঞ্চে উঠে ওই নৃত্যশিল্পীকে কষে থাপ্পড় দেন। এমন ঘটনায় সবাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পুরো চুপ হয়ে যায় উপস্থিত দর্শকরা।
সবাই ভাবেন, বাপ্পী হঠাৎ রাগছেন কেন? পরে মঞ্চে তিনি জানান, ‘আমাদের দেশের বাংলা গান থাকতে কেন ইংরেজি গানে নাচতে হবে?’ এরপর সবাই আনন্দে বাংলা গানে নাচার আহ্বান জানান আর বাপ্পী নিজেও শুরু করেন তার পরিবেশনা।
এমন ঘটানা নিয়ে বাপ্পী বলেন, ‘আমারা বাঙ্গালী। আমাদের ঐতিহ্যকে আমাদের ধরে রখাতে হবে। ইংরেজী নয় বরং সব জায়গায় বাংলা গানে পারফর্ম করা উচিত।’
বাপ্পী বলেন, ‘আমি মঞ্চে তেমন পারফর্ম করি না। ১ বছর পর এই অনুষ্ঠানের মাধ্যমে পারফর্ম করলাম। তার একটা কারণ আছে। কারণ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। সুতরাং এটার মর্যাদাটা অনেক বেশি। যদিও তিনি আমার পরিবেশনার আগের দিন সেখানে গিয়েছিলেন।’
বাপ্পী জানান, প্রকৌশলীদের অনুষ্ঠানে তিনি ‘আমি যে বাংলাদেশি রে’, ‘গভীরে গভীরে’ ও ‘সোনা বন্দে’ গানগুলোর সঙ্গে নেচেছেন। টানা ১৩ মিনিট পারফর্ম করেন তিনি।
অনুষ্ঠানে তার পরিবেশনার কোরিওগ্রাফার ছিলো স্টোর্মি স্কাই। প্রকৌশলীদের এই আয়োজনে বাপ্পী চৌধুরী ছাড়াও পারফর্ম করেছিলেন হিমি, শিপন মিত্র, মীর সাব্বির, নাদিয়া, এফএস নাঈম। অনুষ্ঠান পরিচালনা করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট ফাইবার কমিউনিকেশন।
সুত্র: সকালের সময়
Leave a Reply