শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:২০ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
১৩২ কোটি ডলারের রেমিটেন্স এসেছে

১৩২ কোটি ডলারের রেমিটেন্স এসেছে

জয ডেক্স: প্রবাসীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৩২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা ২০১৮ সালের একই মাসের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। আগের বছর ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার।
রেমিটেন্স পাঠানোর শীর্ষ ১০ দেশের মধ্যে সৌদি আরব ছাড়া অন্যগুলো হচ্ছে- আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য, কাতার, ইতালি ও বাহরাইন। বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখে প্রবাসীদের পাঠানো এ বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ২৮ কোটি ৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এসেছে দেড় কোটি ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১০১ কোটি ১০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৮ মাসে ১ হাজার ৪১ কোটি ৩ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০১৭-১৮ অর্থবছরের একইসময় পাঠিয়েছিলেন ৯৪৬ কোটি ১২ লাখ। এ হিসাবে ৮ মাসে রেমিটেন্স বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রবাসী আয় বাড়াতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে। জনগণকে বৈধপথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা হচ্ছে। এসব কারণে রেমিটেন্স বেড়েছে।
অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শুরু থেকে পণ্য আমদানি বাড়ার কারণে বাজারে এখন ডলারের চাহিদা বেশি। সে কারণে ব্যাংকগুলো তাদের নিজেদের প্রয়োজনেই রেমিটেন্স আনতে বেশি আগ্রহী। অন্যদিকে বর্তমানে বেশি টাকা পাওয়ার কারণে প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে।

 

 

 

 

 

সুত্র: সকালের সময়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »