শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী আরিফ ওরফে ছ্যাবলা আরিফকে আটক করে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। সে শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার বাসিন্দা।
কোতয়ালি থানার এসআই সাইদুর রহমান বলেন,মঙ্গলবার দুপুরের দিকে
ছ্যাবলা আরিফ অস্ত্র গুলি নিয়ে শংকরপুর এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায অভিযান চালায়।
এ সময় একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
Leave a Reply