রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর জেনারেল হাসপাতালে ২০১২-১৩ সালে বরাদ্দকৃত অর্থব্যয়ের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ঢাকা দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে ঢাকা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আলী আকবরের নেতৃত্বে এ তদন্ত শুরু হয়।
দুপুরে তিনি সাংবাদিকদের জানান, যশোর, মাগুরা ও কুষ্টিয়া হাসপাতালে ১শ’ ৫১কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঢাকা দুদক পেয়েছেন। তার ভিত্তিতে আজ তদন্ত করছি। তিনি জানান, ওষুধ, মেশিনারিজ এবং ওটিসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করছি। ও সময় তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ডা. সালাউদ্দিন আহম্মেদ। এর বেশি কিছু বলা সম্ভব নয়। বাকি তথ্যের জন্য ঢাকা থেকে অনুমতি নিতে হবে।
Leave a Reply