সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন
মেসবাহুর রহমান:কিয়ামত দিবসে মিযানের পাল্লায় যে জিনিস সব থেকে ভারি হবে। হযরত নবী করিম (স) ইরশাদ করেন, আসমান জমীন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপার পাল্লায় লাইলাহা ইল্লাল্লাহ রাখা হয়,তবে কালিমার পাল্লায় ভারী হবে।আর সমস্ত আসমান জমীনকে একটি হালাকা করে তার উপর লাইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ রাখা হয়,তবে কালিমার পাল্লায় ভারী হবে।আর সমস্ত আসমান জমীনকে একটি হালাকা করে তার উপর লাইলাহা ইল্লাল্লাহু রাখা হয় তবে কালিমার ওযনে তা ভেঙ্গে যাবে।আমি তোমাদেরকে সুবহানাল্লাহি অবিহামদিহি পাঠ করার জন্য আদেশ করছি।কেননা এটা প্রত্যেক বস্তুর তাসবীহ।প্রত্যেক বস্তুকে এর দ্বারা রিযিক প্রদান করা হয়।
Leave a Reply