শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধি: ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পোল্ট্রি সেমিনারকে সামনে রেখে গতকাল সোমবার যশোরে র্যালি ও সভা করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে র্যালিটি বের হয়। র্যালির উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোশারেফ হোসেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে শেষ হয়। এরপর সেখানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তপনেশ্বর রায়ের সভাপতিত্বে পোল্ট্রি খামারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. সুখেন্দু শেখর গায়েন, ডা. শশাঙ্ক কুমার মন্ডল, ডা. সারোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ। সভায় সুস্থ সবল জাতি গঠনে মুরগির মাংশ ও ডিম উৎপাদনে খামারীদের উদ্ভুদ্ধ করতে আলোচনা হয়।
Leave a Reply