মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ডিবি ও সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালায। এ সময় ইয়াবা ও গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর সদরের সুজলপুর গ্রামের মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ও বড় হৈবৎপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ইউসুফ আলী।
সোমবার সকালে ডিবি পুলিশ ধর্মতলা মোড় সংলগ্ন এলাকায় হানা দেয়। এ সময় মামুন হাওলাদারকে আটক করে। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপর দিকে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ওই দিন সদরের আমবটতলা বাজর থেকে ইউসুফ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপাওে যশোর কোতয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।
Leave a Reply