শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে আমেনা নামের এক মহিলা শ্রমিকে উত্যাক্তর করে আসছিল এক লম্পট।সে যশোর শহরের দড়াটনা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আমেনা বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে উল্লখ করা হয়েছে প্রায় ৭/৮ বছর পূর্বে রনির বাড়িতে কাজ করতো। সেই থেকে তার সাথে পরিচয়। ওই সময় থেকে আমেনাকে বিয়ের প্রলোভন দিয়ে অবৈধ কাজে লিপ্ত হয় রনি। এক পর্যায় আমেনা রনিকে বিয়ের জন্যে চাপ দেয়। বিভিন্ন অযুহাতে সে তালবাহনা করতে থাকে। এর পরে রনি আমেনার কর্মস্থলে গিয়ে উল্লাপাল্টা কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। রোববার গভীর রাতে রনি জোরপুর্বক আমেনার ভাড়া বাসায় অবৈধ মেলা মেশায় লিপ্ত হয়। এ ব্যাপার আমেনা বাধ্য হয়ে যশোর কোতয়ালি থানায় অভিযোগ করে। বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামরনা করছে।
Leave a Reply