মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ঝিকরগাছায় তুচ্ছ ঘটনায় এক মাদ্রাসা ছাত্র সোলাইমান হোসেন সুমনকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। সে গাজীর দরগা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ হত্যা কান্ডের সাথে জড়িতদেও আটক ও শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
হাসপাতাল সুত্র জানায় রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীর দরগাহ মাদ্রাসা এলাকার এক বখাটের সাথে ওই সুমনের কথা বাকবিতন্ডা হয়। এক পর্যায় বখাটে লাঠি দিয়ে এলোপাতাড়ীভাবে আঘাত করে সুমনকে। এতে সুমন গুররুর আহত হয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি নেয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু ঘটে। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সোমবার দুপুরে শিক্ষার্থীরা সুমনের লাশ নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। তারা প্রায় দুই ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
Leave a Reply