শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে পুলিশের এসআই পরিচয় দিয়ে রাশেদুল ইসলাম (১৮) নামে এক যুবককে অপহরণ করে। পরে ওই যুবকের কাছ থেকে মুক্তিপন আদায় করার চেষ্টা করে। এ সময় দুই অপহরণকারীকে আটক করে।আটককৃতরা হচ্ছে যশোর সদরের বারীনগর এলাকার আতাউর রহমানের ছেলে নাইচ আল ইমরান ও একই এলাকার জাহাঙ্গীরের ছেলে রোকনুজ্জামান।
এ ব্যাপারে আনোয়ারা বেগম বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেন। সে যশোর সদরের সাজিয়ালী গ্রামের আব্দুল করিমের মেয়ে।
এামলায় উল্লেখ করা হয়েছে রাশেদুল ইসলাম আলফা পরিবহনে হেলপার। শনিবার দুপুরে রাশেদুল ইসলাম চুড়ামনকাটি বাজারে যায়। এ সময় নাইচ আল ইমরান,রোকনুজ্জামান,বারীনগর বাজারের তৌহিদের ছেলে অনিকসহ অজ্ঞাত ২/৩জন তাকে অপহরণ করে চাঁদাদাবি করে। তারা রাশেদুলের মা আনোয়ারা বেগমের মোবাইল ফোনে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় কোতয়ালি থানায় পুলিশের সহায়তায় রোববার রাত ৮ টায় বারীনগর কাঁচা বাজার এলাকা থেকে অপহরণকারী নাইচ আল ইমরান ও রোকনুজ্জামান আটক করে।
Leave a Reply