রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়নপত্র সংগ্রহ করেছেন।
দলীয় সুত্র জানায় রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা হুসাইন শওকতের কাছ থেকে এ মনোনায়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য:আগামী ৩১ মার্চ যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ মার্চ। মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
Leave a Reply