বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীরের মা শামসুন্নাহার (৭৪) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহিৃ রাজিউন)। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
শোক প্রকাশ করে বিবৃতিদিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,সহ সভাপতি প্রণব দাস,যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর,নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু,যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন,সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
Leave a Reply