শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর উপশহর ইউনিয়নে হাউজিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লক্ষ্যে শনিবার ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। এ সময় বক্তব্য রাখেন হাউজিংয়ের বিভাগীয় উপ-সহকারি প্রকৌশলী দিপক কুমার সরকার,উপ-সহকারি প্রকৌশলী মাসুদ রেজা,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ সাবেরুল হক সাবু,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল খালেক,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আজগর হোসেন,সাহিত্যিক কাশেদুজ্জামান সেলিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ তবিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নিজ নিজ উদ্যোগে সবাই হাউজিংয়ের জায়গা ছাড়তে হবে। ইতিমধ্যে এ, ই এবং এফ ব্লকে সরকারি জায়গা দখলমুক্ত করণে নোটিশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে নোটিশ দেয়া হবে। নির্দিষ্ট সময়ে দখলমুক্ত না হলে আইনগত কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply