মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : কবি আজিজুল হকের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দিনব্যাপি কবিতা উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার সাংস্কৃতিক সংগঠন স্বাগত কণ্ঠের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ উৎসব হয়।
উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ফখরে আলম।
এতে সভাপতিত্ব করেন কবি নান্নু মাহাবুব। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হারুন-অর-রশিদ,মাজেদ নেওয়াজ,দিপংকর দাস রতন ও প্রীতম গৌর্কী প্রমুখ। উৎসবে কবিতা আবৃত্তি করেন মারুফুল আলম, প্রীতম গৌর্কী,উত্তম চক্রবর্তী,কাজী শাহেদ নেওয়াজ,হারুন-অর-রশিদ,ড.শাহানাজ পারভীন,নান্নু মাহাবুব,শামীমা ইয়াসমিন সম্পা,বুশরাত জাহান লাকি,বেলাল সানি,শেখ সাইফুল্লাহ রুমী,আরাফাত শোভন, ফাহমিদা সোমা।অনুষ্ঠানে ফখরে আলমকে সম্মননা পদক ও মাহামুদুল হক ইপ্তিকে উৎসব পদক দেয়া হয়।
Leave a Reply