শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
৭-ই মার্চ রেডকোর্স ময়দান
হারুন অর রশীদ
ভাষণ তো নয়,
মুক্তিরই বার্তা,
বলোতো সেই ভাষন ছিলো কার তা ?
ভাষণ তো নয় জাগরণী গান,
যে গানে জেগেছিলো এ বাংলার কোটি মানুষের প্রাণ।
ভাষণ তো নয়, শক্তি, সাহস, বল,
মুক্তিকামী জনস্রোতের ঢল।
ভাষণ তো নয়, যুদ্ধ জয়ের বাণী,
দেশ বিদেশের সবাই এখন অমর কাব্য মানি।
ভাষণ তো নয়,
চেতনারই সুর একাত্তরের ৭-ই মার্চে কণ্ঠে
ভাষে, জাতীর জনক বঙ্গবন্ধুর কণ্ঠ বহুদুর।
Leave a Reply