সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চৌগাছায় নৌকা পেয়েছেন অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করে।
ড. মোস্তানিচুর রহমান ১৯৬৫ সালে ২২ মে চৌগাছার কংশারীপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আকবর আলী মৃধা।
তিনি ১৯৮১ সালে চৌগাছা শাহাদৎ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৩ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং ৮৮ সালে মাস্টার্স পাশ করেন। ১৯৯৫ সালে ১জানুয়ারী চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০১০ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচার এন্ড এপ্রোসেস টু জেন্ডার ইকুয়ালিটি ইন বাংলাদেশঃ এ ডেভলাপমেন্ট ইস্যু’ বিষয়ে পিএইচডি করেন। মোস্তানিচুর রহমান চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম স্ধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply