সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (১৮) নামের এক মোটর শ্রমিক নিহত হয়েছে। সে যশোর সদরের কাজী পুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এ সময় মিনহাজ উদ্দিন (১৫)নামে একযুবক আহত হয়। সে একই গ্রামের উসমান গাজীর ছেলে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
আহতের ভাই তৌহিদুল ইসলাম জানান শুক্রবার দুপুরে শহিদুল ও মিনহাজ মোটর সাইকেলে যশোরে দিকে আসছিল। মণিরামপুরের চিনাটোলা বাজারে পৌছালে যশোরগামী একটি ট্রাক তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময়
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। মিনহাজের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ছে। তার অবস্থা আশংকজনক। এ কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
Leave a Reply