বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন
আবিদুর রেজা খান: জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার যাত্র শুরু হয় সমাজের অসহায় দুস্থ মানুষের সেবা প্রদানের মাধ্যমে। আজকের এ আধুনিক সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিছু মানুষ শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে। এ সমস্ত মানুষদের খুজে বের করে তাদেরকে অক্ষর দান করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে যশোর সদরের ফতেপুর দাসপাড়ায় খুজে বের করে অনেক মানুষের অক্ষর জ্ঞান নেই। জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ওই গ্রামে প্রতিষ্ঠিত হয় ব্যাতিক্রম ধর্মী জ্ঞানেরমেলা স্কুল। জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার অর্থায়নে পরিচালিত হয় ওই স্কুলের কার্যক্রম। ইতোমধ্যে শেষ হয় ৬ মাস।
শুক্রবার বেলা ৩টায় জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর সদরের ফতেপুর দাসপাড়ার স্কুলের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের ২১ জন শিক্ষকদের বেতনের পরিবর্তে প্রদান করা হয় একশটি উন্নত জাতের পাকিস্থানি মুরগি।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ ইবাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ,সহ-সাধারন সম্পাদক আব্দুল জলিল,কোষাধ্যক্ষ ফারুক হোসেন,সদস্য রফিকুল ইসলাম,আলতাফ হোসেন,উত্তম কুমার বিশ্বাস,মাহবুবা সুলতানা,আরিফা জাহান,বাবুল ইসলাম,সেলিম হোসেন,আসলাম হোসেন,আসাদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply