শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
বেনাপোল সংবাদদাতা: বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে
যশোর বেনাপোলের ছোটআচড়া গ্রামের রশিদ ও বাহাদুরপুর গ্রামের মিনার বিশ্বাস। শুক্রবার দুপুরে বেনাপোল সড়কের আমড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান,দুই হুন্ডি ব্যবসায়ী বিপুল সংখ্যক টাকা নিয়ে বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় তল্লাশি চালায়। এ সময় একটি খুলনাগামী একটি পিকআপ ভ্যানের আরোহী দুইজনের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাদেও কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply