সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতাল অডিটিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন,জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল,জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি,জেলা সিভিল সার্জন দিলিপ কুমার রায়,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃআবুল কালাম আজাদ লিটু,হাসপাতাল সমাজ সেবা অধিদপ্তরের ইতি সেন,যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দীন,সহকারী অধ্যাপক ইলা মন্ডল,ডাঃএম এ আব্দুর রউফ,বি.এম সাধারণ সম্পাদক এম এ বাশার,সিনিয়র নার্স ফেরদৌসী বেগম প্রমুখ।
এরআগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড,রোগীদের চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের সাথে কথা বলে এবং সমস্ত ওয়ার্ড পরিদর্শন করেন।
Leave a Reply