শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি এবং আহসান কবীর বাবু সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে প্রেসক্লাব যশোরে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা চলে।
জাহিদ হাসান টুকুন ৬৫ ভোট পেয়েছেন তার প্রতিদ্ব্দ্বী সাবেক সভাপতি ফকির শওকত ২২ ভোট পেয়েছেন,সম্পাদক পদে আহসান কবির ভোট পেয়েছেন ৪৭ তার প্রতিদ্বন্দ্বী এস এম তৌহিদুর রহমানপেয়েছেন ৪০ ভোট।
সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু ও নুর ইসলাম ৪১টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্ব্দ্বী আমিনুর রহমান মামুন ৩৭ ও মনোজ বসু ২৭ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জাহিদুল কবির মিল্টন ৪৭ ও সরোয়ার হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তৌহিদ জামান,
কোষাধ্যক্ষ পদে দুই প্রতিদ্বন্দ্বী কাজী আশরাফুল আজাদ ও ওহাব উজ্জামান ঝন্টু ৪৩ টি করে ভোট পেয়েছেন। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তহীদ মনি।
সদস্য পদে আব্দুল ওহাব মুকুল ও এম আইয়ূব,আব্দুল কাদের,ফিরোজ গাজী, শফিক সাঈদ,সৈয়দ শাহাবুদ্দিন আলম নির্বাচিত হয়েছেন।
Leave a Reply