বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:৩৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:বিএফইউজে’র সহকারী মহাসচিব নাসির আল মামুনের মায়ের মৃত্যুতে বিএফইউজে’র শোক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র নবনির্বাচিত সহকারী মহাসচিব নাসির আল মামুনের মা নূরজাহান বেগমের (৭০) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএফইউজে’র নেতৃবৃন্দ। বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন শনিবার এক শোক বার্তায় বিএফইউজে’র সহকারী মহাসচিব নাসির আল মামুনের মা মরহুমা নূরজাহান বেগমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে নেতৃবৃন্দ বিএফইউজে’র সহকারী মহাসচিব নাসির আল মামুন ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, মরহুমা একজন ধার্মিক, দাতা ও সমাজহিতৈষী ছিলেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন নূরজাহান বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমা স্বামী, তিন পুত্র, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply