বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
জয় ডেক্স: নিরাপদ খাদ্য ও পুষ্টির সাথে আয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের কৃষির অভ্যন্তরীণ বাজার প্রসারিত করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হবে। আয় বৃদ্ধির জন্য কৃষি পণ্যের বৈচিত্রায়ন অপরিহার্য বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্প সমূহের (এডিপি) অগ্রগতি- জানুয়ারি/২০১৯ এর পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় প্রকল্প পরিচালকবৃন্দ তাদের স্ব স্ব প্রকল্পের অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন। মন্ত্রণালয়ের মোট ৭২ টি প্রকল্পের অনুকুলে ১৩৩৩কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসময় কৃষিমন্ত্রী বলেন, প্রকল্পসমূহ যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করতে হবে। আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে শস্যের নিবিড়তা বৃদ্ধি করতে হবে, কোন জমি পতিত রাখা যাবে না। যেসব জায়গায় ধান বা আলু উৎপাদন ভালো হয় না তা চিহ্নিত করে ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। উৎপাদন খরচ কমানোর জন্য যান্ত্রিকিকরণ বাড়াতে হবে। ভুট্টার আমদানি নির্ভরতা কমিয়ে ২০২১ সালের মধ্যে বাৎসরিক উৎপাদন ৬০ লাখ টন করতে হবে। তামাক চাষে নিরুৎসাহিত করতে চাষীদের বিনামূল্যে ভুট্টা বিজ সরবরাহ করা হবে বলে জানান তিনি ।
ফসলের ক্ষতিকর পতঙ্গ নিধনে ফেরোমন ট্র্যাপ ব্যবহার বৃদ্ধির জন্য কিটনাশক বিক্রেতাদের ফেরোমন ট্র্যাপ বিক্রিতে আহবান জানানো প্রয়োজন। বর্তমান আবহাওয়ায় ব্লাষ্ট রোগ ছড়ানোর আশংকা থাকে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
সুত্র:সকালের সময়
Leave a Reply