মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সংক্রমন করোনা ভাইরাসে যশোর জেলায় নতুন করে আজ শুক্রবার ১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪হাজার ৩শ ৮৫জন। মারা গেছে ৫০জন ও সুস্থ্য হয়েছে ৪হাজার ৫৮জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন আজ শুক্রবার ২৭ নভেম্বর সকালে যশোরের সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জান যায় , শুক্রবার ২৭ নভেম্বর সকায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৮৩ টি নমুনার রির্পোট প্রেরণ করে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৩ টি নমুনার রিপোর্ট প্রেরণ করে। যার সব ক’টি নেগেটিভ। শুক্রবার যশোর জেলায় নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১১জন, অভয়নগর উপজেলায় ৪জন, চৌগাছা ও শার্শা উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছে। যশোর জেলায় এ যাবত আক্রান্ত ৪ হাজার ৩শ’ ৮৫ জনের মধ্যে ৩ হাজার ৪৩জন পুরুষ ও ১ হাজার ৩শ’ ৪২জন নারী।
Leave a Reply