শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে বিএনপি জামাতের ৩৩ নেতাকর্মী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। নেতাকর্মীরা নাশকতার ও বিস্ফোরক মামলার আসামি।
আসামিরা হচ্ছে যশোর পৌরসভার কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি নয়ন চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী,মণিরামপুর উপজেলার আলতাফ হোসেন,মাসুম বিল্লাহ,আসাদ,বাহারুল ইসলাম,অভয়নগর উপজেলার মিটু মোল্যা,ঝিকরগাছা উপজেলার লুৎফর রহমান,রিয়েল,রেজাউল, আব্দুল হালিম,সোহরব হোসেন,হাফিজুর রহমান,শার্শা উপজেলার াসানুজ্জামান, মাসুদ রানা,চৌগাছা উপজেলার সেলিম রেজা,মিজানুর রহমান,ইউনুচ আলী, সামছুল আলম,আলাউদ্দিন,শফিকুল,সামছু,সোহোরাব,মইনুল,পিন্টা,হাবিবুর, সহিদুল,মাসুদুল হাসান,দেলোয়ার হোসেন,নাসিব,বাবলু,সাত্তার,আলম খাঁ।
আসামিরা মঙ্গলবার আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply