বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরের সামাজিক উন্নয়নমূলক সংগঠন জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে ২৭ নভেম্বর আছরবাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্য আরমান ২০১৭ সালের নভেম্বর মাসের ১৭ তারিখ ব্রেন স্টোক করে মারা যায়। সেই থেকে প্রতি বছর সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত সদস্য স্বরণে ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রয়াত সদস্যের ৩য় মৃত্যুবার্ষিকিতে সংগঠনটির প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মিলন হোসেন, সাধারন সম্পাদক বাবুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আরিফা জাহান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক শরীফ হোসেন, কার্যকরি সদস্য মুস্তাক আহমেদ,টিপু গাজী, এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা, সেলিম হোসেন, এজাজুল হক, ডলার মল্লিক, জাহিদুল ইসলাম, রাসেল,আব্দুল জলিল, রুপালী বেগম সহ প্রয়াত আরমানের বন্ধু ও শোভাকাঙ্খীবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply