মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাজাসহ দুইজনকে আটক করেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোরের বেনাপোলের হাড়িহাট রোডস্থ লামিয়া ইলেক্ট্রনিক্সের সামনে থেকে গত বুধবার রাত ১২টার দিকে জুলু নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুলু বেনাপোল পোর্ট থানাস্থ ভেবের বেড় পাশ্চিপাড়ার রুস্তম আলীর ছেলে।
অন্যাদিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জামে মসজিদের সামনে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।
Leave a Reply