শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকল সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিসিএস সাধারণ শিক্ষক সমিতির উদ্যোগে যশোর শিক্ষাবোর্ড,এম.এম. কলেজসহ সকল সরকারি কলেজে এ কর্মসুচী পালিত হয়েছে।
এম. এম. কলেজের মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষক সমিতির জেলা সভাপতি ছোলজার রহমান,অধ্যক্ষ প্রফেসর আবুতালেব মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র কর্মকার।
সংগঠনের জেলা সভাপতি ছোলজার রহমান জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে যশোরে এম. এম. কলেজ,শিক্ষাবোর্ড,সরকারি সিটি,সরকারি মহিলা কলেজ,যশোর সরকারি কলেজ,সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ কর্মসূচি পালন করা হচ্ছে। হামলাকারীদের বিচার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন বক্তরা।
Leave a Reply