শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাব-৬,যশোর ক্যাম্পের সদস্যরা যশোর সদরের কিসমত নওয়াপাড়া গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালায়। এ সময় গাজাসহ রফিকুল ইসলামকে আটক করে। সে বেনাপোল পোট থানা দূর্গাপুর গ্রামের আপিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে র্যাব-৬,যশোর ক্যাম্পের সদস্যরা কিসমত নওয়াপাড়া গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে আটক করে। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Leave a Reply