রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের ভাস্কর্য মোড়ে পিকনিকের গাড়ি থামিয়ে ২ কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে
যশোর সদরের পতেঙ্গালি এলাকার মিরাজ হসেন সুমন ও শহরের রেলগেট এলাকার মৃদুল হোসেন।
সুমন বলেন,সোমবার সকালে আমরা জে পি এন সি কলেজ থেকে শিলাইদহে পিকনিকে যাই। ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে যশোর শহরের ভাস্কর্য মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে আমাকে ও মিদুলকে গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে। এ সময় শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার হাসপাতালে নেয়।
ডাক্তার মনিরুজ্জামান বলেন,আহত মৃদুলের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকায় পাঠনো হয়েছে।
যশোর কোতয়ালি থানার এসআই সমীর কুমার সরকার জানান এ ব্যাপারে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply