সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের চাঞ্চল্যকর নজরুল ইসলাম ওরফে নাছরুল আলম হত্যা মামলার প্রধান আসামী পলাতক পুত্র মোঃ ইমরান হোসেন (২৬) কে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত ৪ টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) আঃ সালাম মোল্লার নেতৃত্বে দশমিনা থানা পুলিশের একটি দল গ্রেপ্তার অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইমরান হোসেনকে দশমিনা থানায় আনা হলে তার দেয়া তথ্যানুযায়ী আসামীর বসতঘর হইতে হত্যা কাজে ব্যবহৃত ধারালো বাংলা দা উদ্ধার করে পুলিশ।
নিহতের অপর পুত্র মোঃ ইলিয়াস হোসেন (১৯) এর দশমিনা থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ওরফে নাছরুল আলম পারিবারিক প্রয়োজনে তাহার নিজ নামের জমি বিক্রয় করে। মামলার প্রধান আসামী নিহতের পুত্র মোঃ ইমরান হোসেন (২৬) ও অপর আসামী নিহতের স্ত্রী মোসাঃ রিনা বেগম (৪০) নজরুল ইসলাম ওরফে নাছরুল আলম এর কাছে জমি বিক্রয়ের টাকা চাহিলে সে টাকা দিতে অস্বীকার করায় আসামীদ্বয় ক্ষিপ্ত হয় এবং আসামীদ্বয় পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় গত ১৮ নভেম্বর রাত অনুমান ১০ টা হইতে ১৯ নভেম্বর ভোর রাত ৪ টার মধ্যবর্তী যেকোন সময় নিহতের বসতঘরের মধ্যে চৌকির উপর ধারালো অস্ত্র দ্বারা গলার বাম পাশের্^ বাম কানের নিচে ঘারে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করিয়া নজরুল ইসলাম ওরফে নাছরুল আলমকে হত্যা করে।
অফিসার ইনচার্জ (ওসি) দশমিনা থানা মোঃ জসীম জানান, নজরুল ইসলাম ওরফে নাছরুল আলম হত্যা মামলার প্রধান আসামী পুত্র মোঃ ইমরান হোসেন ঘটনার পরপরই পলাতক হওয়ায় ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় আসামী মোঃ ইমরান হোসেনকে দশমিনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয় এবং এর আগে মামলার অপর আসামী নিহতের স্ত্রী মোসাঃ রিনা বেগমকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়।
জয় বাংলা নিউজ/সস
Leave a Reply