শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রতিবেশী সন্ত্রাসীরা প্রতিবন্দ্বি যুবককে পূর্ব শত্রুতার কারনে মারপিট করায় মা ঠেকাতে এলে ছেলে ও মাকে মারপিট পূর্বক জখম করে স্বর্ণের চেইন ও বাড়ি ঘর ভাংচুর করে ২০ হাজার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় ৫ সন্ত্রাসীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিবন্দ্বি যুবকের বড় বোন হাসিনা বেগম বাদি হয়ে রোববার কোতয়ালি মডেল থানায় মামলা করে। মামলা আসামীরা হচ্ছে, সদর উপজেলা নুরপুর উত্তর পাড়ার বাবু খাঁর ছেলে হাদি খাঁ, মিঠু খাঁর ছেলে ইমরান খাঁ, বাবু খাঁর ছেলে হিরা খাঁ, আলম খাঁর ছেলে রুহুল আমিন ও মৃত নেজ্জেত খাঁর ছেলে বাবু খাঁসহ অজ্ঞাত ৩/৪জন।
নুরপুর উত্তরপাড়ার বর্তমানে যশোর সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের মাসুদুর রহমান ওরফে রনির স্ত্রী মোছাঃ হাসিনা বেগম বাদি হয়ে মামলায় উল্লেখ করেন,তার ছোট ভাই হোসেন আলী (২৫) প্রতিবন্দ্বি। প্রতিবেশী সন্ত্রাসীরা প্রতিবন্দ্বি যুবককে দেখে ইয়ারকি ও তামাশা করার বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। প্রতিবন্দ্বী যুবক আজেবাজে গালিগালাজ ও রাগম্বিত হলে আসামীরা তাকে হুমকী ধামকী দিতো। গত ১৬ নভেম্বর বিকেলে প্রতিবন্দ্বী যুবক এলাকার আব্দুর রশিদ খোকনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উক্ত আসামীরা আজে বাজে কথা বার্তা বলার এক পর্যায় আক্রমণ করলে হোসেন আলী প্রাণের ভয়ে বাড়িতে লুকালে গেলে আসামীরা বাড়িতে হামলা চালিয়ে প্রতিবন্দ্বী যুবক হোসেন আলীকে মারপিট শুরু করে। বৃদ্ধা মাতা চান্দুবিবি (৭০) ছেলেকে রক্ষা করতে এলে তাকে মারপিট পূর্বক গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাড়ি ঘর ভাংচুর করে ২০ হাজার ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন হোসেন আলী ও তার বৃদ্ধা মাতা চান্দুবিবিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply