শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ইয়াবা বেচাকেনার সময় তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এরা হচ্ছে, যশোর শহরের ষষ্টিতলা পাড়ার আব্দুল মালেকের ছেলে জুয়েল, একই এলাকার বিমল চক্রবর্তীর ছেলে কৃষ্ণ চক্রবর্তী ও মৃত শফিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই হারুণ অর রশিদ জানান, রোববার ২২ নভেম্বর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ৬নং ওয়ার্ড সুরেন্দ্রনাথ রোডস্থ জনৈক ম্যানসেল হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা বিক্রেতা জুয়েলকে ১৫পিস, কৃষ্ণ চক্রবর্তীকে ১৩পিস ও সাইফুল ইসলামকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করে।
Leave a Reply