সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা শহরের রেলষ্টেশন সংলগ্ন বিসমিল্লাহ সেলুনের সামনে থেকে দু’ যুববকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ দুই টি ধারালো ছোরাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছে, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের আকবর আলীর বাড়ির ভাড়াটিয়া আজিজুল হাওলাদারের ছেলে আলামিন ও শংকরপুর গাড়োয়ান পট্টি মাদ্রাসা সংলগ্স এলাতার আলীর ছেলে আসিফ। মামলায় গ্রেফতারকৃত দু’জনসহ অন্যান্য আসামীরা হচ্ছে, শংকরপুর গাড়োয়ান পট্টি মাদ্রাসার পিছনে আলীর ছেলে অমিত,মেহেদী, একই এলাকার ফারুকের ছেলে বিদ্যুৎ ও শংকরপুর শাহনাজ হোটেলের পিছনে শাহিনের ছেলে কোরবানসহ অজ্ঞাত ৩/৪জন।
শহরের শংকরপুর গোলপাতা মসজিদের মৃত আব্দুল কাদের শেখ এর ছেলে জাকির হোসেন জানান, তিনি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ২২ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৩ টায় তার আপন ছোট ভাই আলমগীর হোসেন (৪০) ও তার সহযোগী সদর উপজেলার ভগবতীতলা কচুয়া মশিয়ারের ছেলে আলামিন (২২) রেলষ্টেশন বিসমিল্লাহ সেলুন এর সামনে অবস্থান কালে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত আসামীরা আলমগীর হোসেন ও আলামিনের উপর হামলা করে। অমিতের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আলামিনের পেটে আঘাত করে। এতে তার ভূড়ি বের হয়ে যায়। এ সময় আলমগীর হোসেন ঠেকাতে বিদ্যুৎ হোসেন তার হাতে থাকা ধারালো দা দিয়ে আলমগীর হোসেনের ঘাড়ে কোপ মেরে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা আলামিনের পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা কেড়ে নেয়। দু’জনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে দু’জনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমানসহ একদল পুলিশ রোববার বিকেলে ওই এলাকা থেকে আলামিন ও আসিফকে গ্রেফতার করে। এ সময় আসিফের মাজায় গোজা অবস্থায় দু’টি ছোরা উদ্ধার করে পুলিশ।
Leave a Reply