সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
জয় ডেক্স: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায়, কেউ যেন পেছনের দরজা দিয়ে জয়ী হতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল ২৫ ফেব্রুয়ারি বিকেলে নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে উপজেলা নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিরোধী দলগুলো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারপরও দ্রæত দৃশ্যপট পাল্টে যাবে। মতবিনিময়ে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন, ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্র: সকালের সময়
Leave a Reply