শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সোমবার প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,সাংবাদিক নেতা সরোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,সাংবাদিক নির্যাতনের বড় হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন বাতিল করতে হবে। দুর্নীতিবাজরা নিজেদের রক্ষায় এই আইনের অপব্যবহার করছে। হামলা মামলা নির্যাতন করে স্বাধীন সাংবাদিকতা চর্চা বন্ধ করা যাবে না। যত নির্যাতন করা হোক সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে।
একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করায় দৈনিক যুগান্তর পত্রিকার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের নিন্দা জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহার ও আটক সাংবাদিকের মুক্তি দিতে হবে।
Leave a Reply