বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় এক হাজার বোতল ফেনসিডিলসহ হৃদয় আহম্মেদ বাবু নামের এক চালককে আটক করেছে। সে ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা। এ ব্যাপরে কেশবপুর থানায় মামলা হয়েছে। সোমবার বিকালে যশোর ডিবি পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ডিবি পুলিশ কেশবপুরের বগা খেয়াঘাটে এলাকায় তল্লাশী চালায়। একটি জীপ যার নাম্বর (নম্বর– ঢাকা মেট্টো ঘ-১৩-৭২৯৫) পুলিশর উপস্থিতিটের পেয়ে পালাবার চেষ্টা করে। ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের আটক করার জন্যে ধাওযা করে।
পাটকেল ঘাটার দাতপুর গ্রাম থেকে ওই জীপ আটক করে। পরে তল্লাশীকে
এক হাজার বোতল ফেনসিডিলসহ চালক হৃদয়কে অটক করে।
আটক হৃদয় জানায় এ অবৈধ কারবারের সাথে ওই মালের মালিক ঢাকার ইউসুফসহ আরও দুইজন ছিল। এ ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে।
Leave a Reply