মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত জমিজমা সংক্রান্ত একটি মামলার ৫জন আসামী ও অজ্ঞাত ৪/৫জনকে অবহতি দিয়েছেন। অবহতি প্রাপ্তরা হচ্ছেন যশোর নলডাঙ্গা পন্ডিত পুকুর পাড় এলাকার মৃত মওলা বকস বিশ্বাসের ছেলে হারুন অর রশীদ, ভাই মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,নুরুল ইসলাম বিদ্যুৎ, মোল্যা পাড়া বাশঁতলা এলাকার আব্দুল মজিদের ছেলে হুমাউন কবির,ষ্টেডিয়াম পাড়া এলাকার মৃত মশিয়ার রহমানের স্ত্রী রাশিদা রহমান। সোমবার শুনানী শেষে যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত এ রায় ঘোষনা করেন।
আদালত সুত্রে জানা যায় গত ২২ জানুয়ারী এম এ কুদ্দুস বাদী হয়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে ১০৭ ধারায় যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। তিনি যশোর হাজী মোহাম্মদ মহসিন রোড এলাকার মৃত মওলা বক্স বিশ্বাসের ছেলে। উল্লেখ্য আসামিরা বাদীর আপন ভাই ও বোন। মামলায় উল্লেখ করা হয়েছে আসামিরা অতান্ত দুর্দন্ত,পরসম্পদ লোভী,দাঙ্গাবাজ,কলহপ্রিয়,চাদাঁবাজ সন্ত্রাসী। তারা জোর পুর্বক আসামিরা বাদীর জমি দখল করিয়া লইবে। সোমবার এ মামলার শুনানী হয়। বাদীর অভিযোগ প্রমানীত না হওয়ায় শুনানী শেষে যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসামিদের অবহতি দেন। মামলা থেকে অবহতি পাওয়া হারুন অর রশীদ জানান বাদী এম এ কুদ্দুস আমাদের নামে মিথ্যা মামলা করেছে। আমাদের নামে যে অভিযোগ করেছে তা সম্পুন্ন মিথ্যা। বরং এম এ কুদ্দুস অভিযোগ গুলো তার ক্ষেত্রে প্রযোজ্য। সে অতান্ত দুর্দন্ত,পরসম্পদ লোভী,দাঙ্গাবাজ,কলহপ্রিয়। বাবা সমস্ত সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্জিত করছে। এ ব্যাপারে আদালতে মামলা চলছে।
Leave a Reply