মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
সংগঠনের খুলনা বিভাগীয় সম্মেলন কমিটির আহ্বায়ক শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
সম্মেলনে খুলনা বিভাগের সচিবরা দশম গ্রেড উন্নীতকরণ ও শতভাগ বেতনভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক। কারণ আপনারা যারা সচিবের চাকরি করেন, তারা সবাই গ্রাজুয়েশন করা। সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায়, যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হবে। এই সরকার জনগণের সেবা করে সরকার গঠন করেছে তাই আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দেবো।’
সম্মেলনে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, সংগঠনের উপদেষ্টা মোদাচ্ছের আলী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, এইচএম রেজাউল করিম তুহিন, জাকির হোসেন প্রমুখ।
Leave a Reply