শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫০ বোতল ফেনসিডিল ১৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় একটি প্রাইভেট কার উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হচ্ছে,মাগুরা জেলার সদর উপজেলার কাশিনাথপুর চরপাড়া বর্তমানে যশোর সদর উপজেলার বিরামপুর কাজীপুর ইব্রাহিম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া মাহাবুব হোসেনের ছেলে আল আমিন,খুলনা জেলার খালিশপুর থানার কাস্টম রোড পুরাতন যশোর রোড এলাকার শেখ শুকুর আলীর ছেলে শেখ রইচ ও যশোর সদর উপজেলার শানতলার সাদেক আলীর ছেলে জোসেফ।
যশোর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে নতুন খয়েরতলা মোড় গাজীর ঘাট গামী পাকা রাস্তার জনৈক তরিকুল ইসলামের ফার্মেসীর সামনে থেকে একটি প্রাইভেট জব্দ করে। উক্ত প্রাইভেট কারের মধ্যে শেখ রইচ ও জোসেফ নামে দু’জনকে গ্রেফতার করে। পরে (ঢাকা মেট্টো-খ-১২-১০৩৮) কালো রংয়ের প্রাইভেট কারের শেখ রইচের আসনের পিছনে ব্যাগের মধ্যে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে উপশহর এ ব্লক শিশু পার্কের মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে আল আমিন নামক এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৫পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply