বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর ডিবি পুলিশ বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোল্যা বাড়ি মসজিদের সামনে থেকে সবুজ হোসেন নামে এক যুবককে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মুজিবর ভূগার ছেলে।
ডিবি’র অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ডিবি’র এসআই আরিফুল ইসলাম,এএসআই আমিনুল ইসলামসহ একটি চৌকসদল রোববার বিকেলে সাড়ে ৪ টায় উক্ত এলাকার বালুন্ডা বাজারগামী থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে সোমবার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply