সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
জয় ডেক্স: রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের ঘটনায় জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রোববার অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
শোক প্রস্তাব উত্থাপন করে স্পিকার বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ৬৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বহু লোক আহত হয়েছেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।’
শোক প্রস্তাবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশপাাশি ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।
সুত্র: সকালের সময়
Leave a Reply