শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রোববার ১৫ নভেম্বর সকালে মুড়োলী মোড় এলাকা থেকে সোহেল রানা নামে এক চোরকে আটক করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার মুড়োলী খাঁ পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে। চুড়ামনকাটি বাংলালিংক টাওয়ারের পিমা কোম্পানীর ২লাখ ৪০ হাজার টাকা মূল্যের ব্যাটারী চুরির সাথে জড়িত সন্দেহ করা হয়েছে। তার বিরুদ্ধে নড়াইল জেলায় একটি চুরি মামলা রয়েছে। তাছাড়া,সোহেল রানার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানার বিভিন্ন এলাকায় বাড়ি,ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির অভিযোগ রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়হিদুজ্জামান জানিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply