মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। এসময় দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত কাগজপুকুর উত্তর পাড়ার মৃত আবু শামস মোল্যার ছেলে শওকত আলী মোল্যা ওরফে স্বপন ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মহাচন্দ্রপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী মোছাঃ রেহেনা পারভীন ওরফে রিনা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুর দেড়টায় যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে শওকত আলী মোড়ল ওরফে স্বপনকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এর পর বিকেল ৪ টার পর উক্ত এএসআই চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লের সামনে থেকে মোছাঃ রেহেনা পারভীন ওরফে রিনাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।
Leave a Reply