মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর নয় থানার বিএনপি-জামায়াতের ৭৯ নেতাকর্মী রোববার আদালতে আত্মসমর্পণ করে। তারা নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলার আসামি। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হচ্ছে শার্শার আনারুল ইসলাম,সাহবুদ্দিন,আব্দুল হান্নান,রফিকুল ইসলাম, অভয়নগরের জাহাঙ্গির, ওয়াসি উদ্দিন, শরীফ উদ্দিন, ইমানুর রহমান, তোফাজ্জেল হোসেন, আহসান হাবিব, রুহুল কুদ্দুস, শাহিদুল ইসলাম, সরোয়ার, এবাদত মোড়ল, আব্দুল মোতালেব, হাসান মল্লিক, মশিয়ার রহমান, শওকত আলী, সলেমান, আশাদুল, ঝিকরগাছার জাহিদ, তানভীর, টমাস, আমির হোসেন, মোশারেফ হোসেন, এস এম সরদার, রজব আলী,মণিরামপুরের আসিফ, মোশারফ হোসেন,যশোর সদরের রাকিব,বিল্লাল,আনিচ,মণিরুল,ইকবাল,চৌগাছার
, আব্দুল খালেক, আবু বক্কর সিদ্দিকি, আকরাম, আব্দুল হাই, সাইফুল, নান্টু মিয়া, মশিয়ার রহমান, সালাউদ্দিন, ওহিদুল ইসলাম, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মণিরামপুরের হাদিউজ্জামান, এনামুল, সিদ্দিকুর, সোহরব হোসেন, মিজানুর, সাইদুর, আলিম, কামরুল হাসান,জাহাঙ্গির, মফিজ গাজী,মনা, মুনসুর আলী,রেজাউল,আবু হানিফ, ইসলাম, আলী, শাহাবুদ্দিন, আবু তাহের, মেহেদি হাসান, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, আফসার, আবু তাহের, মুরাদ হোসেন, আশরাফ, মহাসিন, দেলোয়ার হোসেন, খোরশেদ, সুমন, বেনাপোল পোর্ট থানার কামাল প্রমুখ।
Leave a Reply