বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ন
প্রেসবিজ্ঞপ্তি: ১৪ নভেম্বর ২০২০ইং শনিবার“বিশ্ব ডায়াবেটিস দিবস”। এ দিনটিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি( বারডেম)সহসারা দেশের ৬৩টি অধিভুক্ত সমিতিতে ডায়াবেটিস রোগসম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বিশ্ব ডায়াবেটিস দিবস”যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে- “ ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেননা র্সরাই ”। যশোর ডায়াবেটিক সমিতি,আহাদ ডায়াবেটিক এন্ড হেল্থ কমপ্লেক্স, বালিয়াডাঙ্গা, যশোরএর উদ্যোগে“বিশ্ব ডায়াবেটিস দিবস”পালন উপলক্ষে একটি র্যালি সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ১৪ নভেম্বর সকাল ১০.৩০মিনিটে যশোর ডায়াবেটিক সমিতি, আহাদ ডায়াবেটিক এন্ড হেল্থ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।সমিতির সম্মানিতযুগ্ম-সম্পাদক এসএম আখতারুজ্জামান এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ এক্সিকিউটিভ অফিসার ডাঃমীরফয়জুল ইসলাম, কনসালটেন্ট ডাঃ কাজী মুস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডাঃ প্রদীপ কুমার গাইন, মেডিকেল অফিসার ডাঃওয়াহিদা গণিতানিয়া ও ডাঃ তৌহিদুর রহমান,ডেন্টাল সার্জন ডাঃমতিউর রহমান সোহাগ,প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিগন এবং সমিতিতে সেবা নিতে আসাস দস্যবৃন্দ। র্যালি ছাড়াও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে যশোর শহরের বিভিন্ন স্থানে পোষ্টারিং করা হয়। ।
ডায়াবেটিস রোগ প্রতিকার ও প্রতিরোধ কল্পে ব্যাপক প্রচার চালিয়ে এ সর্ম্পকে সকলকে সচেতন করে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর সেইলক্ষ্যে পূর্ন মর্যাদার সাথে “বিশ্ব ডায়াবেটিস দিবস”পালিত হয়েছে।
Leave a Reply