শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
জয় ডেক্স: টাঙ্গাইলের সখীপুরে স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্রদের বখাটে স্টাইলে চুল রাখার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন থানার ওসি আমির হোসেন। উপজেলা শীল সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের থানায় ডেকে এনে ছাত্রদের বখাটে স্টাইলে চুল কাটা এবং চুলে রঙ না করার জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে বখাটে স্টাইলে চুল রাখা যুবকদের থানায় নিয়ে সতর্ক করায় বেশ কয়েকজন যুবককে ভদ্র স্টাইলে চুল কেটে যথারীতি থানায় দেখিয়ে যেতে দেখা গেছে। উপজেলা শীল সমিতির সভাপতি সুরেশ বিশ্বাস জানান, ছাত্র ও উঠতি বয়সের যুবকদের স্টাইল করে চুল কাটা ও চুলে রঙ না করার বিষয়ে থানার ওসি সাহেব আমাদের সতর্ক করেছেন। আমরাও ওসি’র সঙ্গে একমত প্রকাশ করে স্টাইল করে চুল কাটা বন্ধ করে দিয়েছি
Leave a Reply