সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ী গ্রামের বটতলা মোড়স্থ সার্বজনীন পূজা মন্দিরের সামনে থেকে রব্বিল নামে এক যুবককে ৪ কেজি গাঁজা ও ২শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ও রাহেলা বেগমের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস টহলদল বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় উক্ত স্থানে অভিযান চালিয়ে রব্বিল নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে উক্ত গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে শালিখা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply